এক নজরে মির্জাপুর পরিবার পরিকল্পনা কার্যালয়
মোট ইউনিটঃ৭৮ টি।প্রতিটি ইউনিটে ১ জন পরিবার কল্যাণ সহকারী কাজ করে। ৫২জন পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছে।বাড়ী পরিদর্শন করে সেবা প্রদান করেন।এফডব্লউএ শূন্য রয়েছেঃ মহেড়া ইউনিয়নের ১খ, ৩ক, ২ক।জামুর্কী ইউনিয়নের ২খ, ফতেপুর ইউনিয়নের ৩খ, বানাইল ইউনিয়নের ১ক, ২ক।উয়ারশি ইউনিয়নের ২ক, বহুরিয়া ইউনিয়নের ২ক, গোড়াই ইউনিয়নের ১খ, ১গ, ৩ক। বাঁশতৈল ইউনিয়নের ৩খ।
মোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ ১৩টি। প্রতিটি ইউনিয়নে ১ টি করে।নবসৃষ্ট লতিফপুর এবং ভাওড়া ইউনিয়নে কেন্দ্র নেই।প্রতিটি কেন্দ্রে ১জন এসএসিএমও(উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), ১ জন এফডব্লিউভি(পরিবার কল্যাণ পরিদর্শীকা) রয়েছে। এছাড়া ৬ জন ফার্মাসিস্ট রয়েছে।এফডব্লিউভি শুন্য রয়েছে আনাইতারা, ভাতগ্রাম, বাঁশতৈল, তারাফপুর ইউনিয়নে।
স্যাটেলাইট ক্লিনিকঃপ্রতি মাসে প্রতিটি ইউনিয়নে ৮ টি স্যাটেলাইট ক্লিনিক সংগঠিত হয়।
বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষাঃ প্রতি মাসে প্রতি ইউনিয়নে ৮ টি বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি পালিত হয়।
মোট সক্ষম দম্পতিঃ ৯৪,৮৬৭।(অগাস্ট ২০১৭ খ্রিঃ)
মোট পদ্ধতি গ্রহণকারীঃ ৭৪,০০৪ (মার্চ ২০১৫ খ্রিঃ)
খাবারবড়িঃ ৪১৯৪১
কনডমঃ৮২৬২
ইনজেকটেবলসঃ ৬১১০
আইইউডিঃ ৩০৯৬
ইমপ্লান্টঃ ২০০২
স্থায়ী পদ্ধতি পুরুষঃ ১০৪২
স্থায়ী পদ্ধতি মহিলাঃ ১১৫৫১
অগ্রহণকারীঃ ২০৬৮৩
গর্ভবতীঃ ২৩২৭
প্রতি মঙ্গলবার মির্জাপুর সদর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি বুধবার কুমুদিনী হাসপাতালে স্থায়ী পদ্ধতি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস